Logo
Logo
×

ডাক্তার আছেন

যেভাবে বুঝবেন সিলিন্ডারে কতটুকু গ্যাস আছে

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০১৮, ০১:৫৮ পিএম

যেভাবে বুঝবেন সিলিন্ডারে কতটুকু গ্যাস আছে

সিলিন্ডার গ্যাস, ছবি সংগৃহীত

অনেকে সিলিন্ডার ঝাঁকিয়ে বোঝার চেষ্টা করেন কতটুকু গ্যাস আছে। কিন্তু তাতেও সঠিক আন্দাজ পাওয়া মুশকিল হয়।

রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে একটি সমস্যায় অনেকেই পড়েন। কারণ, আগে থেকে বুঝতে না পারায় অনেক সময়েই রান্না করতে করতেই সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে যায়। বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকলে ভাল, না থাকলে ভোগান্তি আরও বাড়ে। খবর এবেলা।

যেভাবে বুঝবেন সিলিন্ডারে  কতটুকু গ্যাস আছে ।

ভারতীয় একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী,  সিলিন্ডারে কতটা গ্যাস আছে , একটি ভিজে কাপড়ের সাহায্যে তা সহজেই বোঝা সম্ভব।


মধ্যপ্রদেশের একটি সায়েন্স কলেজের অধ্যাপক বিজেন্দ্র রায়ের দাবি, গ্যাস কতটা আছে তা বোঝার জন্য প্রথমে ভিজে কাপড় দিয়ে সিলিন্ডারটিকে ভাল করে মুছতে হবে। এমন ভাবে মোছা উচিত, যাতে সিলিন্ডারের গায়ে কোনও ধুলোর আস্তরণ থাকলেও তা উঠে যায়।

মোছা শেষ হলে দেখা যাবে সিলিন্ডার শুকোতে শুরু করেছে। দু’-তিন মিনিট পরে খেয়াল করলে দেখা যাবে সিলিন্ডারের কিছুটা অংশ শুকিয়েছে, বাকি অংশ ভিজে রয়েছে। সেই অংশ শুকোতে একটু সময় লাগছে।

প্রতিবেদনের দাবি অনুযায়ী, যতটা অংশ ভিজে থাকবে সেই অংশেই গ্যাস রয়েছে বলে ধরে নিতে হবে।

অধ্যাপক রায় জানিয়েছেন,  যেখানে তরল কিছু থাকে, সেখানকার তাপমাত্রা খালি জায়গার তুলনায় কম হয়। ফলে সিলিন্ডারের যে অংশটুকুতে এলপিজি রয়েছে, সেই অংশটি শুকোতেও সময় বেশি লাগে।

 

সিলিন্ডার গ্যাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম