Logo
Logo
×

ডাক্তার আছেন

স্বাস্থ্যসেবায় নতুন অ্যাপ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩, ১০:১৮ পিএম

স্বাস্থ্যসেবায় নতুন অ্যাপ

ফাইল ছবি

শহরের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা নেওয়ার সময় রোগীদের নানা ধরনের ভোগান্তির শিকার হতে হয়। যার মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে রিপোর্ট নেওয়ার সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা। সাধারণ মানুষের এ ভোগান্তি দূর করতে মাজেদাটেক লিমিটেড ‘স্বাস্থ্যসেবা’ নামক একটি অ্যাপ তৈরি করেছে। অনলাইনের মাধ্যমে সহজে রিপোর্ট নেওয়াসহ সব ধরনের ভোগান্তি দূর করবে এই অ্যাপ। 

ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে মঙ্গলবার স্বাস্থ্যসেবায় মোবাইল অ্যাপে হাসপাতাল সেবা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
 
বক্তারা বলেন, মানুষের জীবনকে আরও সহজীকরণের লক্ষ্যে মাজেদাটেক লিমিটেড স্বাস্থ্যসেবা নামে নতুন অ্যাপ এনেছে। এর মাধ্যমে রোগীরা খুব সহজে বাড়িতে বসে বিল, ডায়াগনস্টিক রিপোর্ট, ই-প্রক্রিপশনসহ হাসপাতালের অন্যান্য তথ্য পাবেন। 

ইতোমধ্যে ঢাকা মেডিকেল কলেজ, ন্যাশনাল ইন্সটিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড এলাইড সায়েন্স, নিউরো সায়েন্স হাসপাতাল, কিডনি হাসপাতাল এবং নভো এয়ার এই সেবা গ্রহণ করছে।

সংবাদ সম্মেলনে জানানো হয় সাধারণ মানুষ পৃথিবীর যেকোনো জায়গায় বসে যেন স্বাস্থ্যসেবা নিতে পারেন। যে কেউ মুঠোফোনের প্লে-স্টোর থেকে অ্যাপসটি বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ অ্যাপসের অটোমেশনের ফলে অফিসে হাসপাতালে কাগজ-কলমের ব্যবহার অনেক কমে যায়। সময় এবং অর্থের সাশ্রয় হচ্ছে। চিকিৎসকরা দ্রুত রোগীর শারীরিক অবস্থার তথ্য হাতে পায়। হাসপাতাল কর্তৃপক্ষ রিপোর্ট সংরক্ষণ সংক্রান্ত ঝামেলা এড়াতে পারবেন। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাজেদাটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম, বিজনেস ডেভেলপমেন্ট পরিচালক শওকত জাহান, সেলস ও মার্কেটিং পরিচালক নুসরাত জাহান রোদেলা, কো-ওর্ডিনেটর ব্যবস্থাপক মোর্সালিন ভুইয়া, মার্কেটিং ব্যবস্থাপক মো. মামুন প্রমুখ।
 

‘স্বাস্থ্যসেবা’ অ্যাপ তৈরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম