Logo
Logo
×

ডাক্তার আছেন

১১ করোনা রোগী শনাক্ত, সবাই ঢাকার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩, ০৯:০৯ পিএম

১১ করোনা রোগী শনাক্ত, সবাই ঢাকার

দেশে গত একদিনে আরও ১১ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। শনাক্ত রোগীদের সবাই ঢাকা মহানগরের বাসিন্দা। দেশের বাকি ৬৩ জেলায় আরও কারও আক্রান্ত হওয়ার তথ্য আসেনি। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। 

এর আগে সর্বশেষ গত ২৮ মার্চ দেশে করোনায় একজনের মৃত্যুর খবর এসেছিল। এরপর গত ২৯ দিন ধরে করোনায় মৃত্যুহীন বাংলাদেশ। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৮ হাজার ১৮৫ জন হয়েছে। আর মৃতের মোট সংখ্যা রয়েছে আগের মতই ২৯ হাজার ৪৪৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১২২০টি নমুনা পরীক্ষা করে নতুন ওই ১১ রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার হয়েছে শূন্য দশমিক ৯০ শতাংশ। যা আগের দিন শূন্য দশমিক ৬৬ শতাংশ ছিল। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৯ জন করোনা পজেটিভ রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৫ হাজার ৬২১ জন। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।
 

করোনা রোগী ঢাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম