Logo
Logo
×

ডাক্তার আছেন

চুল কেন পড়ে?

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ০৯:২৭ পিএম

চুল কেন পড়ে?

চুল মানুষের সৌন্দর্যের প্রতীক। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা- এ কবিতা আমরা সবাই জানি। আমরা জানি মোনালিসার সেই ভেজা চুলের ছবি। চুল শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। চুলপড়া নিয়ে আগে তেমন কিছু শোনা না গেলেও আজকাল দেখা যাচ্ছে এটি একটি রোগ। চুল পড়া নিয়ে নানান কথাবার্তা শোনা যায়। চুল পড়াটা আসলে কী? 

এ বিষয়ে কথা বলেছেন- স্বাধীনতাপদক প্রাপ্ত চিকিৎসক ও প্রখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম ইউ কবীর চৌধুরী।

চুল কেন পড়ে?

একজন মানুষের চুল কিন্তু পড়বেই। কারণ একটি চুলের বয়স দুই বছর। প্রতি দুই বছরে একজন মানুষের সব চুলই পড়বে এবং নতুন করে গজাবে। এটি একটি ক্রমবর্ধমান প্রক্রিয়া। কিন্তু কোনো কোনো সময় এটি রোগের পর্যায়ে চলে আসে। 

দেখা যায় একটা মানুষের মাথায় চুল পড়তে পড়তে গোলাকৃতির হয়ে যায়। অনেকে এটাকে বলে টাকে খেয়েছে বা তেলাপোকায় খেয়েছে ইত্যাদি। কিন্তু এগুলো আসলে ঠিক নয়। অনেকের পুরো মাথা খালি হয়ে যায়। এটি ভয়ঙ্কর জিনিস। 

আগের দিনে দেখা যেত যাদের মাথায় টাক তাদের মেদভুড়িও থাকে। কারণ হলো- যারা চর্বি ও তেল বেশি খায় তাদের চুলের গোড়া নরম হয়ে যায়। ফলে চুল পড়ে যায়। নারীদের ক্ষেত্রে দেখা যায়- সন্তান প্রসবের পর তাদের চুল পড়তে থাকে। প্রেগনেন্সি অবস্থায় অনেক চুল জন্মে। বাচ্চা জন্মের ৪ মাস পর থেকে মায়ের চুল পড়া শুরু হয় এবং বাচ্চা জন্মের ১৪ মাস পর্যন্ত মায়ের এ চুল পড়া থাকে। 

এছাড়া ডেঙ্গু, টাইফয়েডসহ বিভিন্ন জ্বরের কারণেও চুল পড়ে থাকে। অনেক সময় দেখা যায়- অধিক অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণেও চুল পড়ে থাকে। চুল পড়ার আরেকটি কারণ হলো- টেনশন ও উদ্বিগ্নতা।  চুল পড়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে হেয়ার স্টাইল করা। চুলে জেল দেয়া, আয়রণ করা কারলিং, পারলিং। এসব করলে ছেলেদের চুল পড়ে যায়। 

চুল পড়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম