Logo
Logo
×

নাটক

জুটি বাঁধলেন খাইরুল বাসার-সাদনিমা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৬:১১ পিএম

জুটি বাঁধলেন খাইরুল বাসার-সাদনিমা

সম্প্রতি শেষ হয়েছে নতুন নাটক ‘তোমাকে পাওয়ার জন্য’–এর শুটিং। নাটকটি নির্মাণ করেছেন এ সময়ের তরুণ চিত্রনাট্যকার ও নির্মাতা মারুফ হোসেন সজীব। এটি নির্মিত হয়েছে বাংলাভিশন টেলিভিশন এর জন্য।

নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেতা খাইরুল বাসার ও নবাগত সাদনিমা। পাশাপাশি আরও রয়েছেন পারভেজ সুমন, বিল্টু শামিম, তুতিয়া জাহান পাপিয়া, আনোয়ার সাই, নাহার নওরিনসহ অনেকে।

পারিবারিক সিচুয়েশনাল কমেডি ঘরানার এই নাটকে দেখা যাবে মজার টানাপোড়েন। পাত্রীর বাবার কাছে ‘পরীক্ষা’ দিতে গিয়ে অদ্ভুত এক জটিলতায় পড়ে যায় পাত্র, এমন ব্যতিক্রমী কনসেপ্টকে কেন্দ্র করেই এগিয়েছে গল্পটি।

নাটকটি নিয়ে অভিনেতা খাইরুল বাসার বলেন, ‘আমরা একটি মজার গল্পে কাজ করেছি। দর্শকরা যাতে কাজটি দেখে আনন্দ পায় এমন চেষ্টা থেকেই কাজটি করা। আশা করছি আমার অন্য সব কাজের মতো এই কাজটিও দর্শক পছন্দ করবে।’

আরও পড়ুন
সুখবর দিলেন বুবলী

অন্যদিকে গল্পের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা সাদনিমা বলেন, ‘আমরা আমাদের মতো করে সবাই চেষ্টা করেছি কাজটাকে সুন্দরভাবে করার। আমার চরিত্রটি মজার, আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে।’

নির্মাতা মারুফ হোসেন সজীব জানান, দর্শকদের জন্য হালকা মেজাজের ও বুদ্ধিদীপ্ত একটি গল্প উপহার দিতেই টিম একসঙ্গে পরিশ্রম করেছে। তার আগের নির্মাণ ‘আমি এখানেই থাকব’ বাংলাভিশন ইউটিউব চ্যানেলে দারুণভাবে আলোচিত হয়েছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবারও দর্শকদের জন্য তৈরি করেছেন একটি মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম