মোশাররফ করিম এবার স্ট্যান্ডআপ কমেডিয়ান
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নিয়মিতই নতুন সব নাটকে কাজ করছেন তিনি। পাশাপাশি সিনেমা এবং ওটিটি কনটেন্টেও কাজ করছেন। এ ধারাবাহিকতায় ‘ডিমলাইট’ নামে একটি ওয়েবফিল্মে অভিনয় করেছেন তিনি। যেখানে প্রথমবার স্ট্যান্ডআপ কমেডিয়ানের চরিত্রে দেখা গেছে তাকে। পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন। সম্প্রতি এটি মুক্তি পেয়েছে।
মিডলাইফ ক্রাইসিসকে কেন্দ্র করে ডিমলাইটের গল্প আবর্তিত। গল্পটিকে মোশাররফ করিম দেখছেন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে। তার মতে, জীবনে নানা কিছুর আবরণ পড়ে। নিত্যনৈমিত্তিক আবরণ থেকে শুরু করে চিনি, টুথপেস্ট, বাচ্চার স্কুলের বেতনের আবরণ। এ আবরণে ঢাকা পড়ে সম্পর্ক। সেখানে থাকে না ফুল বা ফুলের ঘ্রাণ। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘এসব আবরণ ধীরে ধীরে ভালোবাসাকে ঢেকে ফেলে, প্রেমটাকে আর খুঁজে পাওয়া যায় না। আবার কিছুর ধাক্কার প্রয়োজন হয় এবং বোঝা যায় যে, প্রাণভোমরাটা কোথায়। জীবনের মোরাল জিনিসটা খুব শান্ত, ঠান্ডা মেজাজি।’
এদিকে মোশাররফ করিম অভিনীত কলকাতার সিনেমা ‘হুব্বা’ও সম্প্রতি মুক্তি পেয়েছে ইউটিউবে। সিনেমাটি পরিচালনা করেছেন পশ্চিমবঙ্গের ব্রাত্য বসু। এতে মোশাররফ অভিনয় করেছেন হুগলীর কুখ্যাত ডন হুব্বা শ্যামলের চরিত্রে। গত বছর ১৯ জানুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এতে একেবারেই ভিন্ন ধারার চরিত্রে দেখা গেছে এ অভিনেতাকে। অন্তর্জালে প্রকাশের পর দর্শক সহজেই ভিন্নরূপে মোশাররফ করিমের ব্যতিক্রম চরিত্রের জাদু দেখতে পেরেও বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অন্যদিকে, সম্প্রতি মুক্তি পেয়েছে ‘অস্থির মোকাম’ নামে মোশাররফ করিম অভিনীত আরও একটি নাটক। যা এরইমধ্যে বেশ আলোচনায় রয়েছে।
