টুকরো খবর
অন্তর্জালে আরশের ফিরে আসা
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নাটকে নিয়মিত অভিনয় করছেন আরশ খান। তরুণ প্রজন্মের দর্শকের কাছে তিনি রয়েছেন পছন্দের তালিকায়। ভক্ত-দর্শকের জন্য এবার আরও একটি নতুন নাটক নিয়ে এসেছেন তিনি। নাম ‘ফিরে আসা’।
এর কাহিনি লিখেছেন কান্তি ভূষণ তরফদার। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আদিব হাসান। এতে আরশের সঙ্গে জুটি বেঁধেছেন সামিরা খান মাহি। ফের আবারও জুটি হয়ে হাজির হয়েছেন তারা। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করা হয়েছে।
এ প্রসঙ্গে আরশ খান বলেন, ‘নতুন গল্প তুলে ধরার প্রয়াসেই এ নাটকটি বেছে নেওয়া। যেখানে আছে চেনা মানুষের ছায়া। সেই চেনা জীবন, চেনা মুখগুলো এক গল্পের মধ্য দিয়ে নতুনভাবে উঠে আসে, যা উপলব্ধি করার সুযোগ পাবেন এ নাটকের দর্শকরা।’
