Logo
Logo
×

নাটক

আখতারুজ্জামান ইলিয়াসের মৃত্যুবার্ষিকীতে ‘খোয়াবনামা’

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২২, ০৭:০৭ পিএম

আখতারুজ্জামান ইলিয়াসের মৃত্যুবার্ষিকীতে ‘খোয়াবনামা’

প্রখ্যাত কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রাচ্যনাট মঞ্চস্থ করেছে তাদের জনপ্রিয় নাটক ‘খোয়াবনামা’।

৯ জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটি মঞ্চস্থ হয়। শওকত হোসেন সজীবের নাট্যরূপে এটি নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।

সাতচল্লিশের দেশভাগের পটভূমিতে তৎকালীন জনমানুষের বিস্তৃত জীবন আখ্যান ‘খোয়াবনামা’। এই গল্পের মধ্য দিয়ে সময়ের জীবন ও বাস্তবতাকে ঔপন্যাসিক তুলে ধরেছেন নিপুণ হাতে। 

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- সানজিদা প্রীতি, সাখাওয়াত হোসেন রিজভী, মনিরুল ইসলাম রুবেল, চেতনা রহমান ভাষা, শশাংক সাহা, সোহেল রানা, মিতুল রহমান, তানজি কুন, সাইদুর রহমান শাহীন, শ্রাবণ শামীম প্রমুখ।

নাটকে গানের সুর করেছেন রাহুল আনন্দ, সঙ্গীতে আছেন নীল কামরুল, কোরিওগ্রাফিতে স্নাতা শাহরিন, মঞ্চ ব্যবস্থপনায় ছিলেন এবিএস জেম এবং আলোক ভাবনায় ঠান্ডু রায়হান।

খোয়াবনামা নাটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম