ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
শিক্ষামূলক একটি গল্প নিয়ে ঈদের জন্য নির্মিত হয়েছে একটি নাটক। নাম ‘মিস্টার টকেটিভ’। এটি রচনা করেছেন রুম্মান রশীদ খান ও পরিচালনা করেছেন আলোক হাসান। এরইমধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শামীম সরকার ও রুকাইয়া জাহান চমক।
নাটকের গল্পে দেখা যাবে, শামীম হাসান সরকার কথা বলতে ভালোবাসেন। অনর্গল দ্রুতলয়ে পৃথিবীর যে কোনো বিষয়ে কথা বলতে সিদ্ধহস্ত তিনি। এজন্য যতটা না বন্ধু যোগ হয়েছে, তার চেয়ে বেশি সম্পর্ক বিয়োগ হয়েছে। অনেকেই তার এই মাত্রাতিরিক্ত কথা বলার বিষয়ে মহাবিরক্ত হয়ে তাকে এড়িয়ে চলেন। তার স্ত্রী চমক জীবনের মূল্য দিয়ে শামীম হাসান সরকারকে বুঝিয়ে দিয়েছেন, কথায় না বড় হয়ে কাজে বড় হতে হবে। নাটকটি ঈদের দিন রাত ১০টা ২০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।
