Logo
Logo
×

বিনোদন

শুটিং অসমাপ্ত রেখেই ঢাকায় ফিরলেন তটিনী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৫, ০৩:০১ পিএম

শুটিং অসমাপ্ত রেখেই ঢাকায় ফিরলেন তটিনী

ছবি: সংগৃহীত

গত রোববার চট্টগ্রামে একটি শুটিং সেটে মাথায় লাইটস্ট্যান্ড পড়ে আহত হন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে হোটেলে ফেরেন তিনি। তবে চিকিৎসক বিশ্রামের পরামর্শ দেয়ায় শুটিং অসমাপ্ত রেখে সোমবার (১২ মে) সকালের ফ্লাইটে ঢাকা ফেরেন তটিনী।

এ বিষয়ে অভিনেত্রী গণমাধ্যমকে জানান, নাটকে তার অংশের দৃশ্যধারণ অসমাপ্তই রয়ে যায়। আজ সোমবার সকালের একটি ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে আসেন তটিনী। তিনি বলেন, ‘এখন কিছুটা ভালো আছি। তবে এখনো সুস্থ অনুভব করছি না, খুবই দুর্বল লাগছে।’

এদিকে তটিনীর অংশের শুটিং কবে করা হবে এ প্রসঙ্গে ওই নাটকের পরিচালক হাসিব হোসাইন রাখি কোনো নিশ্চিত তথ্য দিতে পারেননি। 

চিকিৎসক জানিয়েছেন, অভিনেত্রীর যেহেতু মাথায় চোট লেগেছে, তাকে এখন সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে।

প্রসঙ্গত, চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে ‘মন মঞ্জিলে’ নামের এক বাংলোতে ঈদের বিশেষ নাটকের শুটিং করছিলেন তটিনী ও তৌসিফ জুটি। শুটিং চলাকালে অসাবধানতাবশত শুটিংয়ের একটি লাইট স্ট্যান্ড তটিনীর ওপরে পড়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পান অভিনেত্রী।

তানজিম সাইয়ারা তটিনী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম