আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
তিন বছরের বিরতি শেষে ছোট পর্দায় একসঙ্গে ফিরছেন দর্শকপ্রিয় জুটি আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ। তাদের দেখা যাবে নতুন নাটক ‘কোন একদিন’-এ। নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী, যিনি ২০২২ সালেও এই দুই তারকাকে নিয়ে একটি নাটক নির্মাণ করেছিলেন।
ফারিয়া হোসেনের লেখা গল্পে নির্মিত ‘কোন একদিন’ নাটকটি প্রকাশিত হবে ১২ জুন (বৃহস্পতিবার) রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।
গল্পের কেন্দ্রবিন্দুতে আছেন পারভেজ আহমেদ (আফজাল হোসেন), যিনি দেশের একজন খ্যাতনামা ব্যবসায়ী। হঠাৎ করেই তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসা নিতে নিতে তিনি ঘরে বসেই ব্যবসার দেখভাল করছেন। এক পর্যায়ে অফিসে সহকারী নিয়োগের সিদ্ধান্ত নেন। ইন্টারভিউতে সূর্য নামের এক তরুণ আসে—যার বায়োডাটা দেখে হতবাক হয়ে যান পারভেজ। কেন? সেখান থেকেই গল্প মোড় নেয় নতুন দিকে।
পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘ভিউয়ের যুগে এখন অনেক প্রযোজক এ ধরনের গল্পে কাজ করতে আগ্রহী হয় না। সে ক্ষেত্রে প্রযোজক জামাল হোসেন ভাই আমাকে এ কাজটি করার জন্য সহযোগিতা করেছেন। তার কাছে আমি কৃতজ্ঞ। এ নাটকটির গল্প দর্শকের চোখ ভেজাবে বলতে পারি। যারা সুন্দর গল্পের নাটক দেখতে পছন্দ করেন তাদের নাটকটি ভালো লাগবে।’
নাটকটিতে আরও অভিনয় করেছেন সৌম্য ও তন্নী তৃণা। প্রযোজনায় আছেন জামাল হোসেন।
