Logo
Logo
×

বিনোদন

‘লিচুর বাগানে’কে পেছনে ফেলে শীর্ষে জোভানের ‘আশিকি’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ১১:১০ পিএম

‘লিচুর বাগানে’কে পেছনে ফেলে শীর্ষে জোভানের ‘আশিকি’

ঈদুল আজহার আগে থেকেই আলোচনায় ছিল শাকিব খান ও সাবিলা নূরের ‘তাণ্ডব’ সিনেমার গান ‘লিচুর বাগানে’। তবে ঈদের শুরুতেই দৃশ্যপট পাল্টে দেয় ফারহান আহমেদ জোভানের অভিনীত নাটক ‘আশিকি’। ইউটিউবে দর্শকপ্রিয়তায় নাটকটি এখন ট্রেন্ডিংয়ের শীর্ষে এবং অনেকটাই ছাপিয়ে গেছে ‘লিচুর বাগানে’ গানটিকে।

ঈদের দ্বিতীয় দিন, ৮ জুন রাতে সিএমভি ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় ‘আশিকি’। মাত্র কয়েক দিনের ব্যবধানে নাটকটি ইউটিউবে ৬৬ লাখেরও বেশি ভিউ অর্জন করেছে। বিপরীতে, বহু আলোচিত ‘লিচুর বাগানে’ এখনো ১৭ লাখ ভিউ পার করতে পারেনি। ভিউ এবং জনপ্রিয়তার এই ব্যবধান এখন আলোচনার কেন্দ্রে।

‘আশিকি’ নাটকের কাহিনি ও চরিত্র

নাটকে জোভান অভিনয় করেছেন আশিক নামের এক তরুণের চরিত্রে, যিনি মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবার স্বপ্ন পূরণ করতে শহরে এসে কলেজে ভর্তি হন। গান গাওয়ার প্রতি তার রয়েছে তীব্র আকর্ষণ। অপরদিকে জেস চরিত্রে দেখা গেছে নাজনীন নিহাকে, যিনি অভিজাত পরিবারের মেয়ে এবং একই কলেজের ছাত্রী।

প্রেম, বিয়ে এবং এরপর ঘটতে থাকে নানা নাটকীয় পরিবর্তন। দর্শকদের মতে, নাটকটি শুধু প্রেম কাহিনি নয়, বরং এতে জীবনের নানা টানাপোড়েনের নিখুঁত উপস্থাপন রয়েছে।

নির্মাণ ও কলাকুশলী

নাটকটির চিত্রনাট্য লিখেছেন পারভেজ ইমাম এবং পরিচালনায় ছিলেন ইমরোজ শাওন। সিনেমাটোগ্রাফি করেছেন খায়ের খন্দকার। প্রযোজনা করেছে সিএমভি। অভিনয়ে ছিলেন আরও মাহমুদুল ইসলাম মিঠু, মিলি বাশার ও অদিতি জামান স্নেহা। বিশেষ ক্যামিও করেছেন কণ্ঠশিল্পী কনা।

গানের দিকেও নজর

নাটকে দুটি গান রয়েছে। এর মধ্যে ‘ওরে মন’ গানের একটি দৃশ্য আগেই ভাইরাল হয়েছিল। গানটির শিরোনাম ‘দহন’, যেটি লিখেছেন এম এ আলম শুভ, সুর ও কণ্ঠ দিয়েছেন সজীব দাস। অন্যটি ‘যদি মনটা চুরি করি’ গেয়েছেন কনা ও সজীব দাস, কথা লিখেছেন সালাহউদ্দিন সাগর।

সমালোচনা থেকে প্রশংসায়

নাটকের একটি ভাইরাল দৃশ্য ঘিরে শুরুর দিকে কিছু সমালোচনা থাকলেও পুরো নাটক দেখার পর দর্শক ও সমালোচকরা প্রশংসা করেছেন কনটেন্টের গভীরতা, অভিনয় আর নির্মাণশৈলী। ইউটিউবে নাটকটির নিচে ইতোমধ্যেই ৮ হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে।

ঈদের বিনোদনে বড়পর্দার গান আর ছোটপর্দার নাটক—দুটিই নিজ নিজ জায়গা থেকে দর্শক মাতিয়েছে। তবে জোভানের ‘আশিকি’ নাটকটি যে এই ঈদের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় কনটেন্ট হয়ে উঠেছে, তা নিয়ে সংশয় নেই। এ প্রতিযোগিতা ভবিষ্যতের কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন উদ্দীপনা জোগাবে বলেই মনে করছেন অনেকে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম