জন্মদিনে নেই বিশেষ আয়োজন, পরিবারই মৌয়ের আনন্দের ঠিকানা
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২০ জুন ২০২৫, ০৯:৫৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। নব্বই দশক থেকে ২০০০ পরবর্তী সময়ে তিনি ছিলেন জনপ্রিয়তার শীর্ষে। মডেলিং জগতে নিজেকে অনন্যা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। সেই সঙ্গে এদেশের অন্যতম জনপ্রিয় একজন নৃত্যশিল্পী। অভিনেত্রী হিসাবেও প্রশংসিত হয়েছেন।
তবে অভিনয়ে এখন অনিয়মিত তিনি। বিশেষ দিবসের নাটকেই একমাত্র তার উপস্তিতি মেলে। এবারের ঈদেও ‘কোনো একদিন’ নামে একটি নাটকে তিনি অভিনয় করেছেন। এতে তার সহশিল্পী ছিলেন আফজাল হোসেন।
আগামীকাল এ অভিনেত্রীর জন্মদিন। নানা কাজের ব্যস্ততার মধ্যেও আজকের দিনটি পরিবারের সঙ্গেই কাটাতে চান এ মডেল অভিনেত্রী।
তবে দিনটি নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই জানিয়ে মৌ বলেন, ‘প্রতিবছরের মতো এবারও ঘরোয়া আয়োজনে পারিবারিকভাবেই জন্মদিন উদযাপন করব। এ দিনটি নিয়ে আমি কখনোই বড় কোনো আয়োজন করিনি। পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে থাকব, দিনটি তাদের সঙ্গেই পালন করব।’
মৌ তার ক্যারিয়ার শুরু করেন ১৯৮৯ সালে। অল্প সময়েই তিনি নিজেকে জনপ্রিয়তার সারিতে নিয়ে আসেন। দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেন তিনি। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও ছিলেন নিয়মিত। বর্তমানে মডেলিং ও অভিনয়ে অনিয়মিত হলেও, মৌ নাচে বেশ সরব। বিভিন্ন অনুষ্ঠানে স্টেজে নৃত্য পরিবেশন করেন।
