চট্টগ্রাম ক্রিকেট লিগে আবাহনী ও মুক্তিযোদ্ধার জয়
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৮ মার্চ ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিজেকেএস-ইস্পাহানী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জয়ের ধারায় ফিরেছে চট্টগ্রাম আবাহনী। অপর ম্যাচে জয় পেয়েছে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র। বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আবাহনী ৭৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে সিটি কর্পোরেশন একাদশকে। সাব্বির হোসেনের ৭৯ ও সাইদুল ইসলাম সানজুর ৬১ রানে ভর করে এক উইকেট হাতে রেখে প্রতিপক্ষের সামনে ২৮৫ রানের বড় টার্গেট ছুড়ে দেয় আবাহনী। সিটি কর্পোরেশনের রনি, হারুন ও শহীদুল নিয়েছেন দুটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ৪২.৩ ওভারে ২০৬ রানে অলআউট হয় সিটি। কাজী কামরুল তিনটি এবং মিরাজুল, বক্কর ও শামসুদ্দিন পেয়েছেন দুটি করে উইকেট। আগের ম্যাচে এফএমসি স্পোর্টসের কাছে দুই রানে হারের পর এই জয় স্বস্তি এনে দিয়েছে আবাহনী শিবিরে।
এমএ আজিজ স্টেডিয়ামে এফএমসি স্পোর্টসকে ৩২ রানে হারিয়েছে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র। মুক্তিযোদ্ধার ২১৪ রান তাড়া করতে গিয়ে ১৮২ রানে গুটিয়ে যায় এফএমসি স্পোর্টস।
