২২ ডিসেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ এএম
|
ফলো করুন |
|
|---|---|
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৫০ টাকা।
নতুন দাম অনুযায়ী, আজ সোমবার (২২ ডিসেম্বর) থেকে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা, যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম বৃদ্ধির প্রেক্ষিতে এই মূল্য সমন্বয় করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে চলতি মাসে একাধিক দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবশেষ দাম বাড়ানোর ফলে দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড তৈরি হয়েছে। নতুন দাম আজ থেকেই কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।
