‘মোস্ট ইমার্জিং ব্র্যান্ড অব বাংলাদেশ’ সম্মাননা পেল আমা কফি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ এএম
আমা কফি পেয়েছে ‘মোস্ট ইমার্জিং ব্র্যান্ড অব বাংলাদেশ ২০২৫’ সম্মাননা।
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশে কফি সংস্কৃতিকে জনপ্রিয় করতে এবং নতুন প্রজন্মের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করার স্বীকৃতিস্বরূপ আমা কফিকে ‘মোস্ট ইমার্জিং ব্র্যান্ড অব বাংলাদেশ ২০২৫’ সম্মাননা প্রদান করা হয়েছে।
আবুল খায়ের গ্রুপের উদ্যোগে ২০২১ সালে বাজারে আসা আমা কফি স্বল্প সময়েই দেশের কফি বাজারে শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। ব্রাজিলীয় কফি ব্লেন্ডের মাধ্যমে আন্তর্জাতিক মান বজায় রেখে তৈরি হওয়া এই কফি তরুণ প্রজন্ম এবং কর্মব্যস্ত মানুষের মধ্যে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ১৭তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে আমা কফির কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথি এবং আয়োজকরা। বছরের সেরা ব্র্যান্ড বাছাই করতে এনসার্চ লিমিটেডের পরিচালিত জরিপে দেশের আটটি বিভাগীয় শহর এবং গ্রামীণ এলাকায় মোট ১২,৪০০ জন নারী-পুরুষের সাক্ষাৎকার নেওয়া হয়।
আমা কফি এই সম্মাননা অর্জনের মাধ্যমে প্রমাণ করেছে যে, ধারাবাহিক উন্নতি এবং ব্র্যান্ড ইকুইটির মাধ্যমে নতুন প্রজন্মের চাহিদা অনুযায়ী মানসম্মত কফি সরবরাহ করা সম্ভব।

