টানা দ্বিতীয়বার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ অর্জন করল স্যানিটারিওয়্যার ব্র্যান্ড স্টেলা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ পিএম
দেশের শীর্ষ স্যানিটারিওয়্যার ব্র্যান্ড স্টেলা টানা দ্বিতীয়বারের মতো মর্যাদাপূর্ণ ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছে।
|
ফলো করুন |
|
|---|---|
দেশের শীর্ষ স্যানিটারিওয়্যার ব্র্যান্ড স্টেলা টানা দ্বিতীয়বারের মতো মর্যাদাপূর্ণ ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। স্যানিটারিওয়্যার ক্যাটাগরিতে এই স্বীকৃতি স্টেলার বাজার নেতৃত্ব, ভোক্তাদের আস্থা এবং মানসম্মত পণ্য সরবরাহে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
দীর্ঘদিন ধরে গুণগত মান, উদ্ভাবন, বিশ্বাসযোগ্যতা ও শিল্প নেতৃত্বের সমন্বয়ে স্টেলা দেশের স্যানিটারিওয়্যার শিল্পে শক্ত অবস্থান তৈরি করেছে। বাড়ি নির্মাতা, ডেভেলপার, স্থপতি ও ইন্টেরিয়র ডিজাইনারদের পছন্দের ব্র্যান্ড হিসেবে স্টেলা আজ একটি নির্ভরতার নাম।
২০১০ সালে গাজীপুরের কালীগঞ্জে স্টেলার উৎপাদন কারখানা স্থাপনের পর থেকে প্রতিষ্ঠানটি ধারাবাহিক সম্প্রসারণ ও আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে দেশের অন্যতম বৃহৎ স্যানিটারিওয়্যার উৎপাদক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ইতালির সমৃদ্ধ শিল্পশৈলী ও আধুনিক ডিজাইন দর্শন থেকে অনুপ্রাণিত স্টেলা সম্প্রতি বাজারে এনেছে তাদের সিগনেচার সিরিজ, যা অন্তর্ভুক্ত করেছে সেন্সরসমৃদ্ধ স্মার্ট টয়লেট, স্মার্ট ইউরিনাল এবং ওয়াল-হ্যাং বেসিনসহ বিভিন্ন আধুনিক স্যানিটেশন সমাধান।
প্রিমিয়াম পণ্যের পাশাপাশি স্টেলা ২০৩০ সালের মধ্যে সবার জন্য উন্নত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কার্যকর ভূমিকা পালন করছে। টানা দুই বছরের এই বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জন প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পথচলায় আরও উদ্দীপনা যোগ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ১৭তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে স্টেলাকে এই পদক প্রদান করা হয়। বছরের সেরা ব্র্যান্ড বাছাই করতে এনসার্চ লিমিটেড পরিচালিত জরিপে দেশের আটটি বিভাগের শহর ও গ্রামীণ অঞ্চলের ১২,৪০০ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।

-6948d989cee08.jpg)