Logo
Logo
×

অর্থনীতি

টানা তৃতীয়বার সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪২ এএম

টানা তৃতীয়বার সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত গালা ইভেন্টে ওয়ালটনের হাতে ট্রফি ও সনদ তুলে দেওয়া হয়।

ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে অনবদ্য সাফল্যের স্বীকৃতি হিসেবে টানা তৃতীয়বারের মতো আন্তর্জাতিক সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড অর্জন করেছে দেশীয় টেক জায়ান্ট ওয়ালটন।

লন্ডনভিত্তিক বিশ্বখ্যাত প্রতিষ্ঠান সুপারব্র্যান্ডস ওয়ার্ল্ডওয়াইড-এর প্রতিনিধি সংস্থা ‘সুপারব্র্যান্ডস বাংলাদেশ’ ২০২৫-২৬ সালের জন্য ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ক্যাটাগরিতে ওয়ালটনকে এ স্বীকৃতি দিয়েছে। এর আগে ২০২০-২১ এবং ২০২৩-২৪ সালের আয়োজনে একই সম্মাননা পেয়েছিল প্রতিষ্ঠানটি। ফলে টানা তিনবার, মোট ছয় বছরের জন্য মর্যাদাপূর্ণ এই স্বীকৃতি অর্জন করলো বাংলাদেশের একমাত্র গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত গালা ইভেন্টে ওয়ালটনের হাতে ট্রফি ও সনদ তুলে দেওয়া হয়। পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। এ সময় ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রতিক্রিয়ায় এস এম মাহবুবুল আলম বলেন, ‘সুপারব্র্যান্ডসের মর্যাদা ধরে রাখতে গত ৬ বছরে অগণিত ক্রেতা, শুভাকাঙ্ক্ষী ও বিনিয়োগকারীদের আস্থা ও সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই অর্জন ওয়ালটনকে বিশ্বের অন্যতম শীর্ষ গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করার অগ্রযাত্রায় নতুন মাইলফলক হিসেবে কাজ করবে।’

তিনি আরও জানান, এই স্বীকৃতি উদ্ভাবনী, টেকসই ও পরিবেশবান্ধব প্রযুক্তিপণ্য বিশ্বব্যাপী ভোক্তাদের হাতে পৌঁছে দিতে এবং নতুন দেশে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনকে অনুপ্রাণিত করবে।

‘সুপারব্র্যান্ডস’ বিশ্বের ৯০টিরও বেশি দেশে আস্থা, গ্রহণযোগ্যতা ও উৎকর্ষের ভিত্তিতে শীর্ষ ব্র্যান্ডগুলোকে সম্মাননা দিয়ে থাকে। বাংলাদেশে এ পুরস্কার দেশের সবচেয়ে বিশ্বস্ত ও মর্যাদাপূর্ণ ব্র্যান্ডগুলোকেই প্রদান করা হয়। চলতি আয়োজনে ওয়ালটনসহ মোট ৪৯টি ব্র্যান্ডকে ‘সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫-২৬’ সম্মাননা দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম