Logo
Logo
×

অর্থনীতি

বাংলাদেশ থেকে পোশাক কেনা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র

Icon

বাসস

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৭:০৮ পিএম

বাংলাদেশ থেকে পোশাক কেনা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ‘অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল’ (ওটেক্সা)-এর তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে পোশাক আমদানির পরিমাণ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫ দশমিক ৩০ শতাংশ কমেছে। 

তবে একই সময়ে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানির পরিমাণ ২৬ দশমিক ৬২ শতাংশ বেড়েছে। তুলনামূলকভাবে দেখা যায়, বাংলাদেশের প্রতিযোগী দেশ চীনের রপ্তানি কমেছে ১৮ দশমিক ৩৬ শতাংশ। ভিয়েতনাম ও ভারতের রপ্তানি যথাক্রমে ৩২ দশমিক ৯৬ ও ৩৪ দশমিক ১৩ শতাংশ বেড়েছে। ইন্দোনেশিয়ার রপ্তানি কমেছে ১৯ দশমিক ৮২ শতাংশ এবং কম্বোডিয়ার রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৭৮ শতাংশ। খবর বাসসের।

উল্লেখযোগ্যভাবে বাংলাদেশের আমদানি ভলিউম ২৬ দশমিক ৬২ শতাংশ বেড়েছে। ইউনিট মূল্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আমদানি কমেছে ১ দশমিক ৭১ শতাংশ। চীন ও ভারতের ইউনিট মূল্য যথাক্রমে ৩৩ দশমিক ৮০ ও ৪ দশমিক ৫৬ শতাংশ হ্রাস পেয়েছে। 

অন্যদিকে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার ইউনিট মূল্য যথাক্রমে ৬ দশমিক ৬৪ ও ৭ দশমিক ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং কম্বোডিয়ার ইউনিট মূল্য বেড়েছে ৩৮ দশমিক ৩১ শতাংশ।

বাংলাদেশে বেড়েছে ৭ দশমিক ৩০ শতাংশ। ভবিষ্যৎ প্রসঙ্গে শিল্পসংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ বর্তমানে এমন একটি ইউনিট মূল্য ধরে রাখতে সক্ষম হয়েছে, যা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক গড় মূল্যের কাছাকাছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম