আজকের স্বর্ণের দাম: ২৩ ডিসেম্বর ২০২৫
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও বড় ধরনের সমন্বয় করা হয়েছে স্বর্ণের দামে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৩ হাজার ৯৬৬ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। নতুন এই দাম আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে কার্যকর হয়েছে।
বাজুসের সোমবার (২২ ডিসেম্বর) রাতে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা। যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ দাম।
নতুন মূল্যতালিকা অনুযায়ী—
- ২১ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা
- ১৮ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা
- সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা
বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে গত ২১ ডিসেম্বর ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা নির্ধারণ করেছিল বাজুস, যা ছিল সে সময় দেশের সর্বোচ্চ রেকর্ড। ওই দামে ২২ ডিসেম্বর থেকে স্বর্ণ বিক্রি হচ্ছিল।
চলতি বছরে এ পর্যন্ত মোট ৮৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬১ বার এবং কমেছে ২৭ বার। অপরদিকে, ২০২৪ সালে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৩৫ বার দাম বেড়েছিল এবং ২৭ বার কমেছিল।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী—
- ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা
- ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৭২৪ টাকা
- ১৮ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৮২ টাকা
- সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ৩ হাজার ৩৩ টাকা
চলতি বছরে এখন পর্যন্ত ১১ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৮ বার দাম বেড়েছে এবং ৩ বার কমেছে। গত বছর রুপার দাম সমন্বয় করা হয়েছিল মাত্র ৩ বার।
