Logo
Logo
×

অর্থনীতি

এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও এমডি হলেন তারিক আফজাল

Icon

প্রকাশ: ০৮ জুলাই ২০১৯, ১১:৩৬ এএম

এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও এমডি হলেন তারিক আফজাল

এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও এমডি তারিক আফজাল

তারিক আফজালকে সম্প্রতি এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে। এবি ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এই নিয়োগের পূর্বে তারিক আফজাল ব্যাংকের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি এবি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে যোগ দেন।   

তারিক আফজালের একটি বিস্তীর্ণ ব্যাংকিং কর্মজীবন রয়েছে। তিনি ১৯৮০ সালের শেষদিকে যুক্তরাজ্যে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন।

এর পর কানাডার ক্রেডিট ইউনিয়ন, এএনজেড গ্রিনডলেজ ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক দেশে এবং বিদেশে কর্মরত ছিলেন।

তিনি ব্র্যাক ব্যাংক এবং ব্যাংক আলফালাহ'র সিনিয়র পদে কর্মরত ছিলেন। এছাড়াও বাংলাদেশে ডান এবং ব্র্যাডস্ট্রিটের কান্ট্রি হেড হিসেবে নিযুক্ত ছিলেন।

তারিক আফজাল বাংলাদেশের দুই বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক সোনালী এবং রূপালী ব্যাংকের ব্যাংকিং প্রক্রিয়া ও সিস্টেম সমূহের স্বয়ংক্রিয়করণ এবং রূপান্তরের বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেন। 

তারিক আফজাল এবি ব্যাংক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম