Logo
Logo
×

অর্থনীতি

গভর্নর ফজলে কবিরের মেয়াদ বাড়ল

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৫৪ এএম

গভর্নর ফজলে কবিরের মেয়াদ বাড়ল

ফজলে কবির। ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরকে আবারও একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

যোগদানের তারিখ থেকে তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে পুনরায় চুক্তিতে নিয়োগ দিয়েছে। রোববার এই নিয়োগের আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সাবেক অর্থ সচিব ফজলে কবিরকে চার বছরের জন্য ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দেয় সরকার। ওই বছরের ২০ মার্চ তিনি যোগ দেন। অর্থাৎ আগামী ২০ মার্চ তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। নতুন নিয়োগের ফলে তিনি ৩ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

সেই হিসাবে গভর্নরের দায়িত্বে সাড়ে তিন মাস মেয়াদ বাড়ছে ফজলে কবিরের।

ফজলে কবির বাংলাদেশ ব্যাংক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম