‘ইনফোসিস-ফিন্যাকল ইনোভেশন অ্যাওয়ার্ড’ পেল কমিউনিটি ব্যাংক
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২০, ০৪:৪৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড মাত্র ৪৮ দিনের মধ্যে ডিজিটাল ট্রান্সফরমেশন সম্পন্ন করায় বিশ্বখ্যাত ‘ইনফোসিস-ফিন্যাকল ক্লায়েন্ট ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২০’ এর ট্রান্সফর্মেশন এক্সিলেন্স বিভাগে বিজয়ী হয়েছে।
গ্রাহকদের অত্যাধুনিক ব্যাংকিং সুবিধা প্রদানের লক্ষ্যে কমিউনিটি ব্যাংক এজভার্ভ ইনফোসিসর সঙ্গে কোর ব্যাংকিং সল্যুশন ইন্সটলেশন চুক্তি সম্পাদন করে এবং এ লক্ষ্যে কাজ শুরু করে। গত বছর বিদেশ ভ্রমণ বা এ সম্পর্কিত ব্যয় ছাড়াই কমিউনিটি ব্যাংক ৪৮ দিনের মধ্যে তার কোর ব্যাংকিং সল্যুশন সলিউশন (সিবিএস) প্রকল্প বাস্তবায়ন করেছে এবং ২ লাখ গ্রাহক নিয়ে দক্ষতার সঙ্গে যাত্রা শুরু করেছে।
এই প্লাটর্ফমটি এখন সার্বক্ষণিক স্থিতিশীলভাবে দেশের ৬৪টি জেলায় ২ লাখ সক্রিয় গ্রাহক নিয়ে নির্বিঘ্নে সেবা দিয়ে যাচ্ছে। এমনকি কোভিড-১৯ এর মত অস্থিতিশীল সময়েও প্লাটর্ফমটি সক্রিয়ভাবে দিন রাত সেবা দিয়ে যাচ্ছে। আগামী সেপ্টেম্বরে কমিউনিটি ব্যাংকের এক বছর পূর্ণ হবে। ব্যাংকটি কমিউনিটি ক্যাশ নামে একটি মোবাইল ব্যাংকিং অ্যাপ চালু করেছে যার সক্রিয় গ্রাহকসংখ্যা বর্তমানে ৬০,০০০ এবং প্রতি মাসে যা ১০,০০০ করে বৃদ্ধি পাচ্ছে।
কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল হক চৌধুরী এ পরিপ্রেক্ষিতে বলেন, ইনফোসিস-ফিন্যাকল ক্লায়েন্ট ইনোভেশন অ্যাওয়ার্ড পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা এই সাফল্যের অংশীদার হিসেবে Edgeverve, BBSSL, এবং ITCLসহ প্রকল্প বাস্তবায়ন দলকে অভিনন্দন জানাচ্ছি। এই স্বীকৃতিপ্রাপ্তি আগামী দিনগুলোতে আমাদেরকে আরও উদ্ভাবনী ব্যাংকিং সেবা উপহার দিতে উৎসাহিত করবে।
