Logo
Logo
×

অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকে নতুন ২ ডেপুটি গভর্নর নিয়োগ

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২২ নভেম্বর ২০২০, ০৯:২৫ এএম

বাংলাদেশ ব্যাংকে নতুন ২ ডেপুটি গভর্নর নিয়োগ

একেএম সাজেদুর রহমান খান এবং কাজী ছাইদুর রহমান। ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নতুন দুজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।  

রোববার দুপুরে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দিন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের এ নিয়োগ দেয়া হয়।

নিয়োগপ্রাপ্তরা হলেন- বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাজী ছাইদুর রহমান ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একেএম সাজেদুর রহমান খান। 

৬২ বছর বয়স পর্যন্ত এই দুজন ডেপুটি গভর্নরের দায়িত্বে থাকতে পারবেন। সেই হিসাবে ছাইদুর রহমানের ৬২ বছর হবে ২০২৫ সালের ১ জানুয়ারি। সাজেদুর রহমান খানের ৬২ বছর হবে ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকে দুজন ডেপুটি গভর্নর রয়েছেন। নতুন দুজনকে নিয়ে বাংলাদেশে ব্যাংকে এখন ডেপুটি গভর্নর হলেন চারজন। এর মধ্যে এসএম মনিরুজ্জামানের মেয়াদ আগামী মাসে শেষ হবে। 

বাংলাদেশ ব্যাংক ডেপুটি গভর্নর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম