Logo
Logo
×

অর্থনীতি

পুঁজিবাজার: ডিএসইতে দাম বেড়েছে ২৭১ কোম্পানির শেয়ারের

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২১, ০৫:১৩ এএম

পুঁজিবাজার: ডিএসইতে দাম বেড়েছে ২৭১ কোম্পানির শেয়ারের

সূচক বাড়ার মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন চলছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স-এর লেনদেন শুরু হয়েছিল ৬ হাজার ৬৯ পয়েন্ট থেকে। ১০টা ৩৬ মিনিটে সূচক বেড়ে দাঁড়ায় ৬ হাজার ১২১ পয়েন্টে।  সূচক বেড়েছে ৫১ পয়েন্ট। এ সময়ের মধ্যে দাম বেড়েছে ২৭১ কোম্পানির শেয়ারের।  দাম কমেছে ৩৮ কোম্পানির শেয়ারের, মূল্য অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

লেনদেন শুরুর পর থেকে ১০ পয়েন্ট বেড়ে ডিএসই শরিয়াহ সূচক অবস্থান করছে ১ হাজার ৩০৬ পয়েন্টে, ১২ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক অবস্থান করছে ২ হাজার ২১৯ পয়েন্টে।

এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচক বাড়ার মধ্য দিয়ে চলছে লেনদেন। লেনদেন শুরুর হয়েছিল ১৭ হাজর ৫৭২ পয়েন্ট থেকে। ১০টা ৫০ মিনিটে ৯৭ পয়েন্ট বেড়ে সূচক অবস্থান করছে ১৭ হাজার ৬৬৯ পয়েন্টে।

পুঁজিবাজার শেয়ার দাম বৃদ্ধি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম