Logo
Logo
×

অর্থনীতি

সূচক বাড়ার মধ্য দিয়ে চলছে পুঁজিবাজারে লেনদেন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২১, ০৫:৫৩ এএম

সূচক বাড়ার মধ্য দিয়ে চলছে পুঁজিবাজারে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২২ জুন) সূচক বাড়ার মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা সাড়ে ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৩৫ পয়েন্টে অবস্থান করে।

ডিএসইর শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১৩০৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে ২ হাজার ২১৬ পয়েন্টে রয়েছে।

মঙ্গলবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৫টির, কমেছে ১৪২টির এবং অপরির্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার।

অপরদিকে লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ১৭ হাজার ৭৬৫ পয়েন্টে অবস্থান করে।

সূচক পুঁজিবাজার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম