Logo
Logo
×

অর্থনীতি

ইতিবাচক ধারায় চলছে পুঁজিবাজারে লেনদেন

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২১, ০৬:১৯ এএম

ইতিবাচক ধারায় চলছে পুঁজিবাজারে লেনদেন

ছবি: সংগৃহীত

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের ইতিবাচক ধারায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চলছে লেনদেন।

ডিএসই ও সিএসইসূত্রে এ তথ্য জানা যায়।

এদিন বেলা ১২টা ১০ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স লেনদেন শুরুর পর ৭০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৯৩ পয়েন্টে অবস্থান করে।

এ ছাড়া ডিএসইর শরিয়াহ সূচক ১২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩১ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করে ১৪৫৬ ও ২৪২৯ পয়েন্টে।

এ সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৩টির, কমেছে ১০৭টির এবং অপরির্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার।

অপরদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ২২৯ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৪৯৭ পয়েন্টে অবস্থান করে।

সূচক ইতিবাচক ধারা ঢাকা স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম