Logo
Logo
×

অর্থনীতি

সূচকের ইতিবাচক ধারায় চলছে পুঁজিবাজারে লেনদেন

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২১, ০৬:০১ এএম

সূচকের ইতিবাচক ধারায় চলছে পুঁজিবাজারে লেনদেন

ছবি; সংগৃহীত

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ইতিবাচক ধারায় চলছে লেনদেন।

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার ডিএসই ও সিএসইসূত্রে এ তথ্য জানা যায়। 

এদিন বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত ডিএসইয়ের সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেনে ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ৩৯১ পয়েন্টে।  এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৬০৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৭৭৫ পয়েন্টে।

এ সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২২টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ২০১টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৮২ পয়েন্ট বেড়ে ২১ হাজার ৫৯৩ পয়েন্টে অবস্থান করছে।

শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম