Logo
Logo
×

অর্থনীতি

সূচকের মিশ্র প্রবণতায় চলছে পুঁজিবাজারে লেনদেন

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২১, ০৫:২১ এএম

সূচকের মিশ্র প্রবণতায় চলছে পুঁজিবাজারে লেনদেন

ফাইল ছবি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন।

মঙ্গলবার ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেনে ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ৩৩১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করে ১৫৯২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করে ২৭৬২ পয়েন্টে।

এ সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫১টি কোম্পানির শেয়ারের।  দাম কমেছে ১৫৬টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৬৮টির।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৯৪ পয়েন্ট কমে ২১ হাজার ৩৭৮ পয়েন্টে অবস্থান করছে।

শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই সূচকের মিশ্র প্রবণতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম