Logo
Logo
×

অর্থনীতি

সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনও

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২১, ০৯:৫৮ এএম

সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনও

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে, বেড়েছে লেনদেনও। 

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৬২ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৫ পয়েন্ট  এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমেছে।

ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২৩টির, দর কমেছে ১৩১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির।

বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার  ৭২৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। 

এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে ২২৭ কোটি ২২ লাখ টাকা বেশি লেনদেন হয়। 

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ২১৭ পয়েন্ট বেড়ে  ২০ হাজার  পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৬৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার।

পুঁজিবাজার ডিএসই সিএসই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম