উত্থানে শেষ হলো পুঁজিবাজারে লেনদেন, সারাদিনেই মিশ্র প্রবণতা
বিজনেস ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ১০:০৭ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
এ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের উত্থানে মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে সারাদিনেই দেখা যায় মিশ্র প্রবণতা।
ডিএসই ও সিএসই সূত্রে জানা যায় এসব তথ্য।
এদিন ৩২ পয়েন্ট বেড়ে ডিএসইর ডিএসইএক্স সূচক অবস্থান করছে ৬ হাজার ৯৮৪ পয়েন্টে। এ ছাড়া ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে এবং ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ২৬৩২ পয়েন্ট ও ১৪৭৫ পয়েন্টে।
এদিনে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ২১৪ কোম্পানির এবং কমেছে ১০৬ কোম্পানির। এ ছাড়া দাম অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ারের।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বেড়েছে সূচক। সিএএসপিআই সূচক ১০২ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৪৬২ পয়েন্টে।
