Logo
Logo
×

অর্থনীতি

সন্তানদের থেকে নগদে পাঁচ লাখ টাকার বেশি নিতে পারবেন মা–বাবা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২২, ১২:৫২ পিএম

সন্তানদের থেকে নগদে পাঁচ লাখ টাকার বেশি নিতে পারবেন মা–বাবা

এবারের বাজেটে অর্থবিলের মাধ্যমে আয়কর অধ্যাদেশের ১৯ ধারায় পরিবর্তন এনে সন্তানদেরও মা-বাবাকে পাঁচ লাখ টাকার বেশি ব্যাংক চেকের পরিবর্তে নগদেও দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। 

এত দিন শুধু মা-বাবারাই সন্তানদের পাঁচ লাখ টাকার বেশি অর্থ ব্যাংক চেকের পাশাপাশি নগদেও দিতে পারতেন। এবারের বাজেটে সন্তানদেরও মা-বাবার মতো একই সুযোগ দেওয়া হয়েছে। 

তবে কোন খাতে ওই টাকা খরচ করা হয়েছে, তা জানানোর বাধ্যবাধকতা রাখা হয়েছে। আবার এই টাকা আনুষ্ঠানিকভাবে লেনদেনের একটি উৎসও থাকতে হবে।

এত দিন মা–বাবা সন্তানদের নামে সঞ্চয়পত্র, এফডিআর বা অন্য কোনো খাতে বিনিয়োগ করে পাঁচ লাখ টাকার বেশি খরচ করলে ব্যাংক ব্যবস্থার মাধ্যমে লেনদেন না করলেও চলত। এবার সুযোগটি উভয়মুখী করা হয়েছে। অর্থাৎ সন্তানেরাও মা-বাবার মতো একই সুযোগ পাবেন।
 

সন্তান থেকে নগদ পাঁচ লাখ টাকা বেশি নিতে পারবেন মা–বাবা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম