Logo
Logo
×

অর্থনীতি

শেয়ারবাজারে বড় পতন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৩ পিএম

শেয়ারবাজারে বড় পতন

শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৫৬টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে দিনশেষে মূল্যসূচক কমেছে ৫৩ পয়েন্ট এবং বাজার মূলধন কমেছে ২ হাজার কোটি টাকা। এছাড়া লেনদেনও কমছে। সংশ্লিষ্টরা বলছেন, কিছু কোম্পানিকে জেড ক্যাটাগরিতে দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে বাজারে এর প্রভাব পড়েছে। 

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে রোববার ৩৯২টি কোম্পানির ২৮ কোটি ৫ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৯২৪ কোটি ৭৩ লাখ টাকা। এর মধ্যে দাম বেড়েছে ১০৭টি কোম্পানির শেয়ারের, কমেছে ২৫৬টি এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের দাম। 

ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ৫৩ পয়েন্ট কমে ৬ হাজার ২৮৩ পয়েন্টে নেমে এসেছে। ডিএস-৩০ মূল্যসূচক ২৭ পয়েন্ট কমে ২ হাজার ১২৯ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৮ পয়েন্টে নেমে এসেছে। ডিএসইর বাজার মূলধন আগের দিনের চেয়ে কমে ৭ লাখ ৬৪ হাজার কোটি টাকায় নেমে এসেছে। 

শীর্ষ দশ কোম্পানি: রোববার ডিএসইতে যেসব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো-বেস্ট হোল্ডিংস, রবি আজিহাটা, ফু-ওয়াং সিরামিক, ওরিয়ন ইনফিউশন, তৌফিকা ফুড, সেন্ট্রাল ফার্মা, ফরচুন সুজ, মালেক স্পিনিং, আইটিসি আফতাব অটোমোবাইলস। 

যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো-ক্রিস্টাল ইন্স্যুরেন্স, তৌফিকা ফুড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এএফসি এগ্রো, সানলাইফ ইন্স্যুরেন্স, আরডি ফুড, ওরিয়ন ইনফিউশন, আনলিমা ইয়ার্ন, সাইফ পাওয়ার এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স।
 

শেয়ারবাজার পতন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম