Logo
Logo
×

অর্থনীতি

প্রথমবারের মতো ‘ছোট বাজেট’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৪:৩৮ পিএম

প্রথমবারের মতো ‘ছোট বাজেট’

ছবি: যুগান্তর

২০২৫-২৬ অর্থ বছরের জন্য মোট ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা ব্যয়ের বাজেট প্রস্তাব করেছে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। যা আগের বছরের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম। 

সোমবার বিকালে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের মাধ্যমে এ বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার আগের বছরের তুলনায় ছোট বা কম আকারের বাজেট উপস্থাপন হলো এবার। 

এর আগে কখনোই আগের অর্থ বছরের তুলনায় কম আকারের বাজেট পেশ হয়নি দেশের ইতিহাসে।

এদিকে প্রস্তাবিত বাজেটের বড় একটা অংশ আসবে রাজস্ব আয় থেকে। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে পাঁচ লাখ ৬৪ হাজার কোটি টাকা। যা দেশের মোট জিডিপির ৯ শতাংশ।

অর্থ উপদেষ্টা তার বাজেট বক্তৃতায় জানান, রাজস্ব আয়ের চার লাখ ৯৯ হাজার কোটি টাকা আসবে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে। আর অন্যান্য উৎস থেকে আসবে ৬৫ হাজার কোটি টাকা।

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে দুই লাখ ২৬ হাজার কোটি টাকা। যা জিডিপি’র ৩.৬ শতাংশ।

প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির মধ্যে এক লাখ ২৫ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎস হতে এবং ১ লাখ ১ হাজার কোটি টাকা বৈদেশিক উৎস থেকে মেটানোর প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা।

ঘটনাপ্রবাহ: বাজেট ২০২৫-২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম