Logo
Logo
×

অর্থনীতি

সুপ্রিম কোর্টের জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

Icon

বাসস

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৯:৩১ পিএম

সুপ্রিম কোর্টের জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

যুগান্তর গ্রাফিক্স

আগামী ২০২৫-২৬ অর্থবছরে সুপ্রিম কোর্টের জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে সুপ্রিম কোর্টের জন্য বরাদ্দ ছিল ২৫২ কোটি টাকা। শুধু পরিচালন খাতে এ বরাদ্দ দেওয়া হয়।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে এ বাজেট উপস্থাপন করেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

এর আগে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক সভায় আজ এই অনুমোদন দেওয়া হয়। ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এর মধ্যে রাজস্ব বাজেটের আকার ৫ লাখ ৭৪ হাজার কোটি টাকা। জুলাই অভ্যুত্থানে ভিন্ন বাস্তবতায় সংসদের বাইরে ভিন্ন আঙ্গিকে এবার বাজেট উপস্থাপন করা হলো।

২০২৫-২৬ অর্থবছরের এই বাজেট প্রস্তাব পাস হবে ৩০ জুন। ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ তার বাজেট বক্তৃতায় বলেন, ‘বিচার ব্যবস্থার উন্নয়নে সারা দেশের অধস্তন আদালতসমূহ তত্ত্বাবধান করার জন্য হাইকোর্ট বিভাগের ১৩ জন বিচারপতির সমন্বয়ে ১৩টি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক করার উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে।’

উপদেষ্টা বলেন, ‘একটি আন্তর্জাতিক মানের জুডিসিয়াল একাডেমি স্থাপনের লক্ষ্যে ইতোমধ্যে জমি অধিগ্রহণ করা হয়েছে। এ একাডেমির মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও অধস্তন আদালতের বিচারক, বিচার বিভাগীয় ও বিচার ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে আধুনিক এবং যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান করে তাঁদের কর্মদক্ষতা বৃদ্ধি করা হবে।’

ঘটনাপ্রবাহ: বাজেট ২০২৫-২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম