Logo
Logo
×

অর্থনীতি

বিবিএসের মে মাসের প্রতিবেদন

সার্বিকভাবে কমলেও শহরে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০১:১৮ এএম

সার্বিকভাবে কমলেও শহরে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি

প্রতীকী ছবি

মে মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতির হার কমে হয়েছে ৯ দশমিক ০৫ শতাংশ, যা এপ্রিলে ছিল ৯ দশমিক ১৭ শতাংশ। এছাড়া খাদ্য মূল্যস্ফীতিও কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৯ শতাংশে, যা আগের মাসে ছিল ৮ দশমিক ৬৩ শতাংশ। পাশাপাশি খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতিও কমে হয়েছে ৯ দশমিক ৪২ শতাংশ, যা এপ্রিলে ছিল ৯ দশমিক ১৭ শতাংশ। 

তবে শহরে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি। সেই সঙ্গে বেড়েছে মজুরি হারও। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সিপিআই প্রতিবেদনে এসব তথ্য  উঠে এসেছে। সোমবার এটি প্রকাশ করে সংস্থাটি। 

বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে গ্রামে সার্বিক মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ০৫ শতাংশে, যা এপ্রিলে ছিল ৯ দশমিক ১৫ শতাংশ। এছাড়া খাদ্য পণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ৮ দশমিক ৩০ শতাংশ, যা আগের মাসে ছিল ৮ দশমিক ৪০ শতাংশ। খাদ্য বর্হিভূত পণ্যের মূল্যস্ফীতিও কমে হয়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ, যা এপ্রিলে ছিল ৯ দশমিক ৮৬ শতাংশ। 

প্রতিবেদনে আরও বলা হয়, শহরে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৫০ শতাংশ, যা এপ্রিলে ছিল ৯ দশমিক ৫৯ শতাংশ। তবে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক ২৯ শতাংশ, যা আগের মাসে ছিল ৯ দশমিক ১৩ শতাংশ। এছাড়া খাদ্য বর্হিভূত পণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ৯ দশমিক ৬৩ শতাংশ, যা এপ্রিলে ছিল ৯ দশমিক ৮৮ শতাংশ। 

এদিকে মে মাসে দেশে শ্রমিকের মজুরি হার সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ২১ শতাংশে, যা এপ্রিলে ছিল ৮ দশমিক ১৯ শতাংশ। কৃষি খাতে মজুরি বেড়ে হয়েছে ৮ দশমিক ৪৩ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৮ দশমিক ৪০ শতাংশ। শিল্প খাতে মে মাসে মজুরি হার বেড়ে হয়েছে ৭ দশমিক ৯০ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৭ দশমিক ৮৭ শতাংশ। এছাড়া সেবা খাতে মজুরি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৫ শতাংশ, যা এপ্রিলে ছিল ৮ দশমিক ৪২ শতাংশ। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম