খাদ্য মূল্যস্ফীতির নেপথ্যে কী, জানাল জিইডি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ০১:২১ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতির পেছনে প্রধান ভূমিকা রেখেছে চালের দাম। এ মাসে খাদ্য পণ্যের মোট মূল্যস্ফীতিতে ৫১ দশমিক ৫৫ শতাংশ অবদান চালের। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) মাসিক ইকোনমিক আপডেট অ্যান্ড আউটলুকে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
রোববার (১৭ আগস্ট) প্রতিবেদনটি প্রকাশ করে সংস্থাটি।
প্রতিবরদনে বলা হয়েছে, খাদ্য মূল্যস্ফীতির পেছনে চালের দামের অবদান হলো ৩৮ দশমিক ৮৭ শতাংশ। এছাড়া ফলের অবদান ১০ দশমিক ৪৫ শতাংশ, তেলের ৭ দশমিক ৩৪ শতাংশ এবং মাংসের অবদান রয়েছে ১ দশমিক ৪ শতাংশ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, জুলাই মাসে দেশের সার্বিক মূল্য কিছুটা বেড়ে হয়েছে ৮ দশমিক ৫৫ শতাংশ, যা জুন মাসে ছিল ৮ দশমিক ৪৮ শতাংশ। গত ডিসেম্বর মাস থেকে টানা ৭ মাস মূল্যস্ফীতি নিম্নমুখী ছিল। হঠাৎ করেই এ হার বেড়ে যাওয়ায় আগস্টেও মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হতে পারে।

-68a17ba381d4a.jpg)