Logo
Logo
×

ব্যাংক

ঈদের নতুন নোট আসছে, মিলবে কোথায়

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২২, ১১:৪১ এএম

ঈদের নতুন নোট আসছে, মিলবে কোথায়

ফাইল ছবি

ঈদ উপলক্ষে জনসাধারণ ও গ্রাহকদের মধ্যে আগামী ২০ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত নতুন নোট বিতরণ করবে বাংলাদেশ ব্যাংক। ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করবে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশনস ও পাবলিকেশনস বিভাগের মহাব্যবস্থাপক জিএম আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

ওই চিঠিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখার কাউন্টারের মাধ্যমে এসব নতুন নোট বিনিময় বা বিতরণ করা হবে। এ ছাড়া ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের ৩২টি শাখার মাধ্যমেও গ্রাহকেরা নতুন নোট সংগ্রহ করতে পারবেন।

একই ব্যক্তি একাধিকবার নতুন নোট নিতে পারবেন না বলেও জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

এতে আরও জানানো হয়, নোট উত্তোলনকালে কেউ চাইলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যে কোনো পরিমাণ ধাতব মুদ্রা নিতে পারবেন।

ঈদ নতুন নোট বিতরণ বাংলাদেশ ব্যাংক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম