এফবিসিসিআই’র স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান হলেন আসওয়াত আকসির মুজিব
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ মার্চ ২০২২, ১১:২৪ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নেতৃত্বে এসেছেন টি এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান আসওয়াত আকসির মুজিব ওয়াসি।
প্রথমবারের মতো তিনি এফবিসিসিআই’র স্ট্যান্ডিং কমিটির (লজিস্টিক অ্যান্ড কুরিয়ার সার্ভিসেস) কো-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ২০২১-২৩ সালের জন্য এই পদে নির্বাচিত হয়েছেন।
টি এশিয়া সিকিউরিটিজের করপোরেট হেড অফিসে সব স্টাফদের পক্ষ থেকে গতকাল বুধবার বিকালে আসওয়া আফসির মুজিব ওয়াসিকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সবার উদ্দেশে তিনি বলেন, আজ আমি সত্যি আনন্দিত ও গর্বিত। এজন্য মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ ছাড়া আপনাদের সবার সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করছি।
উল্লেখ্য, টি এশিয়া সিকিউরিটিজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেক (সদস্যপদ) হোল্ডার।
