Logo
Logo
×

শেয়ার বাজার

১ হাজার ৫০ কোটি টাকা প্রণোদনা চায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৩ মে ২০২০, ০২:৫৬ পিএম

১ হাজার ৫০ কোটি টাকা প্রণোদনা চায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

করোনার কারণে শেয়ারবাজারে তৈরি হওয়া বিপর্যয় কাটিয়ে উঠতে ১ হাজার ৫০ কোটি টাকার প্রণোদনা দিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।  এর মধ্যে ৯শ কোটি টাকাই সহজ শর্তে ঋণ চাওয়া হয়েছে। 

এরমধ্যে মার্জিন ঋণের সুদে ভর্তুকি ৪০০ কোটি টাকা, ব্রোকারেজ হাউজগুলোর অফিস খরচে ভর্তুকি ৮০ কোটি, কর্পোরেট করে ভর্তুকি ২০ কোটি, বিও অ্যাকাউন্ট নবায়ন ফি মওকুফ ৫০ কোটি এবং সিএসইর ব্রোকারদের জন্য ৫০০ কোটি টাকা ঋণ চাওয়া হয়।

সম্প্রতি অর্থমন্ত্রীর কাছে দেয়া বাজেট প্রস্তাবে এ প্রণোদনার কথা বলেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকারেজ অ্যাসোসিয়েশন (ডিবিএ)।

চিঠিতে করোনাভাইরাসের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ব্রোকারেজ প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখতে এই আর্থিক সহায়তার দাবি জানানো হয়েছে।

করোনাভাইরাস শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রণোদনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম