শেয়ারবাজারে সিসিবিএলের ৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শেয়ারবাজারে সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) ৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন হয়েছে। ঢাকায় প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে চতুর্থ বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়।
এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মো. এ সালাম সিকদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিবিএলের পরিচালক এ কে এম নূরুল ফজল বুলবুল, অন্যান্য পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ আহমেদ।
অনুষ্ঠানে কোম্পানির ২০২১-২২-এর আর্থিক বিবরণী সর্বসম্মতিক্রমে অনুমোদন হয়। এছাড়া পরর্বতী অর্থবছরের জন্য নিরীক্ষক নিয়োগ ও তাদের পারিতোষিক নির্ধারণ করা হয়।
অনুষ্ঠানে কোম্পানির বিভিন্ন শেয়ার হোল্ডারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
