Logo
Logo
×

সম্পাদকীয়

ভারতে উড়োজাহাজ দুর্ঘটনা

ঝুঁকি কমানোর উপায় বের করতে হবে

Icon

সম্পাদকীয়

প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভারতে উড়োজাহাজ দুর্ঘটনা

এক ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়েছে বিশ্ববাসী। একটি উড়োজাহাজ দুর্ঘটনায় ২৪১ জন আরোহীসহ ২৯৪ জনের মৃত্যুর ঘটনা ইতিহাসের এক বড় দুঃখজনক অধ্যায় হিসাবে লিপিবদ্ধ হয়ে থাকল। বৃহস্পতিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি বিমান ২৪২ জন যাত্রী নিয়ে আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে আকাশে উড়েছিল। উড্ডয়নের পরপরই গুজরাটের একটি লোকালয়ে বিমানটি আছড়ে পড়লে তাতে আগুন ধরে যায়। আরও মর্মান্তিক হলো, বিমানটি একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে আছড়ে পড়ায় সেখানকার ৫০ জনেরও বেশি শিক্ষার্থী মারা গেছেন। গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও বিমানে থাকা একজন হতভাগ্য।

উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানের লেজের অংশটি নিচের দিকে নামতে নামতে হঠাৎ ভেঙে মাটিতে পড়ে। বিমানের পাইলটের ছিল ৮২০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা, কো-পাইলটও ১১০০ ঘণ্টা বিমান চালিয়েছিলেন। তারপরও এ ধরনের দুর্ঘটনা কেন ঘটল, তা সবাইকে ভাবিয়ে তুলেছে। বিমানে ভারতীয় নাগরিক ছাড়া ছিলেন ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ ও একজন কানাডার নাগরিক। দুর্ঘটনার পর অন্যান্য বিশ্বনেতৃত্বের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টাও শোক জানিয়েছেন। এয়ার ইন্ডিয়ার মালিক টাটা গ্রুপ জানিয়েছে, তারা নিহত প্রত্যেক পরিবারকে ১ কোটি টাকা সহায়তা দেবে।

বিমান দুর্ঘটনা নতুন কিছু নয়। মাঝেমধ্যেই আমরা এমন দুর্ঘটনার খবর পেয়ে থাকি। ২০১৮ সালে বাংলাদেশের একটি যাত্রীবাহী বিমান নেপালের কাঠমান্ডু বিমানবন্দরের রানওয়েতে দুর্ঘটনায় পতিত হলে ৫১ আরোহী নিহত হন। জল-স্থল-অন্তরিক্ষের যানবাহনের মধ্যে অন্তরিক্ষের বিমানভ্রমণে ঝুঁকি থাকে বেশি, যদিও সড়ক দুর্ঘটনার হার অনেক বেশি। বিমানযাত্রা ঝুঁকিমুক্ত রাখার জন্য অনেক সতর্কতা অবলম্বন করা হয়। বিমানের কোনো কারিগরি ত্রুটি আছে কি না, যাত্রায় দুর্ঘটনায় আশঙ্কা দেখা দিলে প্রতিরোধমূলক ব্যবস্থা প্রভৃতি সবদিকেই খেয়াল রাখা হয়। তারপরও ঘটে দুর্ঘটনা। ফলে বিমানযাত্রা দুর্ঘটনামুক্ত রাখার আরও নির্ভরযোগ্য উপায় বের করা প্রয়োজন বলে মনে করি আমরা। বাংলাদেশের এয়ারলাইন্সগুলো এ দিকটায় গুরুত্ব সহকারে নজর রাখবে বলে আমাদের প্রত্যাশা।

বিমান দুর্ঘটনার একটি বড় দিক হলো, এতে বিমানের সব যাত্রীরই প্রাণ হারানোর ঝুঁকি থাকে। এয়ার ইন্ডিয়ার বিমানের দুর্ঘটনায় মাত্র একজন অলৌকিকভাবে বেঁচে গেছেন অবশ্য। পৃথিবীর সব এয়ারলাইন্সের সব ফ্লাইট ঝুঁকিমুক্ত রাখতে সংশ্লিষ্ট সবাইকে আরও সতর্ক হতে হবে। আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের পরিবারের প্রতি জানাই সমবেদনা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম