ইরান-ইসরাইল যুদ্ধের পরিণতি কি?
ব্রি. জে. মো. বায়োজিদ সরোয়ার (অব.)
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
১৩ জুন শুরু হওয়া ইরান-ইসরাইল সংঘাত বা যুদ্ধ তীব্র হচ্ছে ও বেশকিছু বিপজ্জনক পরিস্থিতির দিকে যাচ্ছে। ইতোমধ্যে উভয়পক্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ইরানের ক্ষতির পরিমাণ অনেক বেশি।
যুদ্ধের চূড়ান্ত পরিণতি নির্ভর করছে এতে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি জড়ানোর ওপর। সীমিত পর্যায়ে হলেও যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানোর সম্ভাবনা রয়েছে। ১৯৪৮, ১৯৫৬, ১৯৬৭ ও ১৯৭৩ সালে সংঘটিত আরব-ইসরাইল যুদ্ধগুলোতে শেষ পর্যন্ত ইসরাইল জয়লাভ করেছে। গত যুদ্ধে এর প্রধান কারণ যুক্তরাষ্ট্রের ব্যাপক সমর্থন। এবারও সেদিকে যেতে পারে।
ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মতে তাদের যুদ্ধের উদ্দেশ্য ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা। এই পারমাণবিক সক্ষমতা ধ্বংস বা ব্যাপক ক্ষয় সাধনের জন্য ইসরাইল যুক্তরাষ্ট্রের বিমান সমর্থন লাভে সর্বোচ্চ চেষ্টা করবে।
আঞ্চলিক যুদ্ধ বা ইরানের সরকার পরিবর্তনের সম্ভাবনা কম। আরও কিছু দিন যুদ্ধ চলবে। এতে ইরানের পারমাণবিক স্থাপনা ও তেহরানের ভবন ও অবকাঠামোর ব্যাপক ধ্বংস সাধন হতে পারে। ইসরাইলেরও অনেক ক্ষতি হবে।
সর্বাত্মক যুদ্ধ না হয়ে অবশেষে সম্ভবত ‘সীমিত সংঘাত’ তবে ব্যাপক ধ্বংসযজ্ঞের পর আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি হতে পারে।
