Logo
Logo
×

সম্পাদকীয়

সংকটে ছয় বিশেষায়িত ব্যাংক

খেলাপিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে

Icon

সম্পাদকীয়

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সংকটে ছয় বিশেষায়িত ব্যাংক

বিগত সরকারের সাড়ে ১৫ বছরে ব্যাংক খাতে যে নজিরবিহীন লুটপাট হয়েছে, তা আর নতুন করে বলার নয়। এ সময় দেশ থেকে পাচার হয়েছে বিপুল অঙ্কের অর্থও। এখনও যার জের টানতে হচ্ছে ব্যাংকগুলোকে। সবচেয়ে বেশি সংকটে পড়েছে দেশের ছয়টি বিশেষায়িত ব্যাংক। সোমবার যুগান্তরের খবরে প্রকাশ, মূলত অস্বাভাবিকভাবে খেলাপি ঋণ এবং মূলধন ঘাটতি বেড়ে যাওয়ায় ব্যাংকগুলোয় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর মধ্যে কয়েকটিতে ঘাটতির অঙ্ক ঋণাত্মক পর্যায়ে পৌঁছেছে। শুধু তাই নয়, ঋণ বিতরণের অনেক ক্ষেত্রে উপেক্ষিত হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের দিকনির্দেশনাও। তবে অর্থ আদায়ে খেলাপিদের বিরুদ্ধে আদালতে মামলা করলেও তা আটকে যাচ্ছে রিটের কারণে। সব মিলিয়ে গভীর উদ্বেগ, হতাশা ও অসন্তোষ প্রকাশ করেছে স্বয়ং সরকারের সংশ্লিষ্টরা। ব্যাংকগুলো হচ্ছে-বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, বিএইচবিএফসি ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংক।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে বিশেষায়িত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) বৈঠকে এসব তথ্য উঠে এসেছে। বৈঠকে পরিস্থিতি উত্তরণে খেলাপিদের তালিকা প্রস্তুতসহ শ্রেণিকৃত ঋণ কমিয়ে আনতে নতুন কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ পরিকল্পনায় খেলাপিদের এবং অবলোপনকৃত খাত থেকে অর্থ আদায়সহ মূলধন ঘাটতি কমিয়ে আনার কথা বলা হয়েছে। এছাড়া কর্মপরিকল্পনা বাস্তবায়ন প্রতিবেদন প্রতি তিন মাস অন্তর অর্থ বিভাগে দাখিল করার জন্য ব্যাংক এমডিদের নির্দেশ দেওয়া হয়েছে।

বিগত সময়ে ব্যাংকগুলো তাদের লক্ষ্য অনুযায়ী কাজ করেনি, তা বলাই বাহুল্য। ব্যাংকের ফাংশনগুলো ঠিকমতো কাজ করলে এমন করুণ পরিস্থিতির সৃষ্টি হতো না। দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে লুটপাটকে চালু রাখতে ব্যাংক খাতের এ বিপর্যয়ের চিত্র গোপন করা হয়েছিল। বিগত সরকারের আশ্রয়ে থাকা প্রভাবশালী দুর্নীতিবাজ কতিপয় ব্যবসায়ী ঋণের নামে লুটপাট, খেলাপি ঋণ অস্বাভাবিক বৃদ্ধি, আমানতের টাকা বিদেশে পাচারের মাধ্যমে সরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো প্রায় শূন্য করে দিয়েছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর ব্যাংক খাতের এ বিপর্যয়ের চিত্র উঠে আসে। পাশাপাশি অর্থ বিভাগের পর্যালোচনায় উঠে আসে বিশেষায়িত ব্যাংকগুলোর দুরবস্থার চিত্রও। আশার কথা, পরিস্থিতি উত্তরণে গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স। তবে খেলাপিদের কাছ থেকে অর্থ আদায়ে ব্যাংকগুলোর পক্ষ থেকে গতি বৃদ্ধির কথা থাকলেও বাস্তবে তা পরিলক্ষিত হচ্ছে না, যা দুঃখজনক। এছাড়া অবলোপনকৃত ঋণের বিপরীতে নগদ আদায়ের পরিমাণও লক্ষ্যমাত্রা অনুযায়ী হচ্ছে না।

আমরা মনে করি, কঠোর পদক্ষেপের মাধ্যমে ব্যাংকগুলোর পরিচালনায় শৃঙ্খলা আনতে হবে। গ্রাহকদের আস্থা ধরে রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংককেও কঠোর হতে হবে। খেলাপিদের আর কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। প্রয়োজনে বিদ্যমান আইন আরও কঠোর করা যেতে পারে। মনে রাখতে হবে, ব্যাংক হচ্ছে অর্থনীতির প্রাণ। ব্যাংক দুর্বল হলে অর্থনীতিও দুর্বল হয়ে পড়বে। এ সংকট কাটাতে তাই দুর্নীতি রোধেও নজর দিতে হবে। ঋণ আদায় করতে হবে। বিদেশে যে অর্থ পাচার হয়েছে, তার সঠিক হিসাব বের করে ফেরত আনার উদ্যোগ নিতে হবে। বিষয়গুলো আমলে নিয়ে সরকার ব্যাংক খাতকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সফল হবে, এটাই প্রত্যাশা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম