Logo
Logo
×

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

হারিকেনের আলোতেই লড়বেন ববি হাজ্জাজ

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৮, ১০:২৮ পিএম

হারিকেনের আলোতেই লড়বেন ববি হাজ্জাজ

ছবি: সংগৃহীত

আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে প্রার্থী হয়েছেন রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রধান ববি হাজ্জাজ।

যাচাই-বাছাই শেষে রোববার রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা দিয়েছেন।

তবে ববির নিজের দলটি এখনো ইসিতে নিবন্ধন পায়নি।

যে কারণে মুসলিম লীগের সঙ্গে একীভূত হয়ে গণঐক্য নামে জোট গড়েছে এনডিএম। এদিকে একটি নিবন্ধিত দল হিসেবে মুসলিম লীগের প্রতীক হচ্ছে হারিকেন।

এবার অক্সফোর্ড পড়ুয়া ববি হাজ্জাজ মুসলীম লীগের প্রতীক নিয়েই প্রার্থী নির্বাচনে লড়ছেন।

এর আগে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ২০১৫ সালে প্রার্থী হিসেবে প্রচার চালান। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ান। এর পর দল গঠনের প্রক্রিয়া শুরু করেন তিনি।

চলতি বছরে ইসিতে নিবন্ধন পেতে তার দল আবেদন করে। কিন্তু নিবন্ধন পায়নি।
 
ববি হাজ্জাজ ডিএনসিসির প্রয়াত মেয়র আনিসুল হকের শূন্য পদে লড়তে জনপ্রিয় ব্যান্ড তারকা মাইলসের শাফিন আহমেদকে এনডিএম থেকে প্রার্থী ঘোষণাও দিয়েছিলেন। যদিও সে নির্বাচনটি আদালতের আদেশে স্থগিত হয়ে যায়।

এ অবস্থায় কথিত ধনকুবের প্রিন্স মুসা বিন শমসেরের এ ছেলে এবার জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হয়েছেন।

গণঐক্যের প্রেসিডেন্ট ববি হাজ্জাজ জানান, তারা নির্বাচনে ১০০ প্রার্থী দেবেন।

তবে শেষ পর্যন্ত ভোটে থাকবেন কি না, তা নিয়ে অনেকের মনেই সংশয় রয়েছে। ঢাকা-৬ আসনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত।

মোট ভোটার দুই লাখ ৬৯ হাজার ২৭৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৪৩ হাজার ৮০ জন। আর নারী ভোটার এক লাখ ২৬ হাজার ১৯৬ জন।
 
আগামী ৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়। ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ববি হাজ্জাজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম