Logo
Logo
×

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

গণসংযোগ করে ফেরার পথে তিন ভাইকে পিটিয়ে আহত

Icon

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৪:২১ পিএম

গণসংযোগ করে ফেরার পথে তিন ভাইকে পিটিয়ে আহত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছাত্রলীগের সাবেক সভাপতি শাহে আলমের গণসংযোগ করে বাড়ি ফেরার পথে তিন সহোদরকে পিটিয়ে আহত করা হয়েছে।

এ সময় রেজাউল নামে এক ছাত্রলীগ নেতার তিনটি দাঁত ফেলে দেয়া হয়েছে। এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
 
সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ৮টায় উপজেলার উমরেরপার তালতলা বাজারসংলগ্ন নারী ইউপি সদস্য মেরিনা বেগমের বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

ওই দিন সন্ধ্যায় বিশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগ নেতা রেজাউল (২৮) ও তার বড় ভাই ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইসরাফিল (৪০) এবং ছোট ভাই সবুজ (১৯) মরিচবুনিয়া এলাকায় গণসংযোগ করে বাড়ি ফেরার পথে ছাত্রদল কর্মী সোহেল ও মিলনের নেতৃত্বে ১৫-২০ জন অতর্কিত হামলা করে।

এতে ছাত্রলীগ নেতা রেজাউলের তিনটি দাত পড়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানের চিকিৎসক ডা. মিরা মজিদ তাদেরকে ভর্তি করেন এবং অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ছাত্রলীগ নেতা রেজাউলকে বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করেন।

এ ঘটনায় ওই রাতেই রেজাউলের ভাই মো.ইসরাফিল বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।

বানারীপাড়া থানার ওসি মো. খলিলুর রহমান এ মামলাটি তদন্ত করার জন্য এসআই শাহানুর মিয়াকে নির্দেশ দেন।

এদিকে খবর পেয়ে ওই রাতেই হাসপাতালে আহতদের দেখতে যান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহে আলম ও জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুকসহ দলের নেতারা।

এ সময় শাহে আলম আহতদের চিকিৎসার ব্যয়বহন করার ঘোষণা দেন।

এর আগে বিকালে শাহে আলম উপজেলার চাউলাকাঠী এ রব স্কুল, মাদারকাঠী ও ব্রম্মনকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠক এবং পাইলট স্কুলমাঠে বিজয়মঞ্চে প্রধান অতিথির বক্তৃতা করেন।

বরিশাল-২: জাতীয় সংসদ নির্বাচন গণসংযোগ ভাই হামলা আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম