হাজীগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্রে সংঘর্ষ, আহত ২০
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৭:১১ এএম
|
ফলো করুন |
|
|---|---|
চাঁদপুরের হাজীগঞ্জে বিভিন্ন ভোটকেন্দ্রে ভোট শুরু হওয়ার পর পরই দু'একটি কেন্দ্র ছাড়া বাকি কেন্দ্রগুলোতে সংঘর্ষের খবর পাওয়া গেছে।
বেলা ১১টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
সকাল ৯টায় হাজীগঞ্জ পাইলট হাইস্কুল কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির দুগ্রুপের সংঘর্ষ হয়।
প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এতে বিএনপি-সমর্থিত ৯ জন ও আওয়ামী লীগের চার কর্মী আহত হয়েছেন।
একই সময় হাজীগঞ্জ টঙ্গীরপাড় উচ্চবিদ্যালয়কেন্দ্রের পাশে লাউকোরা, অলিপুর, ধড্ডা, পাতানিশ, সুহিলপুর, মেনাপুর, আলীগঞ্জ পিটিআই কেন্দ্রের বাহিরে দুগ্রুপের সংঘর্ষের খবর পাওয়া গেছে।
এদিকে এনায়েতপুর গ্রামের বিএনপির নেতাকর্মীরা কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখে।
ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেয়া হয়নি এবং কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।
প্রসঙ্গত, হাজীগঞ্জ উপজেলায় ৮৩ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।
এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমের বিপক্ষে লড়ছেন বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক।
