Logo
Logo
×

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

সিলেটে এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৭:০৭ এএম

সিলেটে এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ

ছবি: যুগান্তর

সিলেট-১ আসনে নৌকার প্রার্থী ড. একে আবদুর মোমেন ও বিএনপির ধানের শীষের প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির। 

এ ছাড়া সকালে ভোট দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও তার ভাই মোমেন নগরীর দুর্গাকুমার পাঠশালায় ভোট দেন। ধানের শীষের মুক্তাদির ভোট দেন নগরীর সারদা হলে। 

সকাল সাড়ে ১০টার মধ্যে ভোট দিয়ে সিলেট-১ আসনের শীর্ষ দুই প্রতিদ্বন্দ্বী নগরীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে রয়েছেন। 

ভোট দেয়ার আগে ধানের শীষের প্রার্থী আবদুল মুক্তাদির অভিযোগ করেন নগরীর বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। এর মধ্যে নগরীর খানজাহান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলুরতল ভেটেরিনারি কেন্দ্র, পাইলট স্কুলের একটি কক্ষ ও বিলাস কমিউনিটি সেন্টার থেকে তার এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করেন মুক্তাদির। 
এমন অভিযোগের পর সারদা হল কেন্দ্রে ভোট না দিয়েই ওসব কেন্দ্রে ছুটে যান মুক্তাদির। পরে সকাল ১০টায় তিনি সারদা হলে ভোট দেন। 

এদিকে সকাল ৮টা থেকে সিলেটে শুরু হওয়া ভোট চলছে। জেলার ৬টি আসনে ৪৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২২ লাখ ৫২ হাজার ৭৬৪  ভোটার নির্বাচনে ভোটগ্রহণ করছেন। ১৫ হাজার ২৫৪ কর্মকর্তা ভোটগ্রহণ কাজে নিয়োজিত আছেন। 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এবারের নির্বাচনে সিলেটে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১৪ জন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ৪৪ জনসহ সেনাবাহিনীর ১৪টি ইউনিট আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছেন। এ ছাড়া পুলিশ, আনসারসহ সাড়ে ২৯ প্লাটুন বিজিবি মাঠে রয়েছে।

সিলেট নির্বাচন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম