Logo
Logo
×

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

সাতক্ষীরা-৪: ধানের শীষের প্রার্থীর ভোট বর্জন

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৭:৩৮ এএম

সাতক্ষীরা-৪: ধানের শীষের প্রার্থীর ভোট বর্জন

সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের প্রার্থী জামায়াতে ইসলামের গাজী নজরুল ইসলাম ভোট বর্জন করেছেন। তিনি কারাবন্দি থাকায় তার পক্ষে এ ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন সমন্বয়কারী অধ্যাপক আবদুল জলিল।

তিনি বলেন, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ভোটে অনিয়ম, ভোটারদের ভয়ভীতি দেখানো, জালভোট, ভোটারদের হুমকি-ধমকি, ভোটকেন্দ্রে যেতে বাধাদানসহ নানা কারণে ভোট বর্জন করেছেন।

এ বিষয়ে জানতে শ্যামনগর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান জানান, গাজী নজরুলের পক্ষে এমন কোনো ঘোষণা সম্পর্কে তিনি অবহিত নন। এ খবর মুখে শুনেছি, তবে কেউ এখন পর্যন্ত লিখিতভাবে জানাননি।

সাতক্ষীরা কালীগঞ্জ শ্যামনগর বিএনপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম