Logo
Logo
×

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

নকলায় লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন মতিয়া

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৭:২০ এএম

নকলায় লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন মতিয়া

নকলায় লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন মতিয়া। ছবি: যুগান্তর

শেরপুরের ৩টি আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল থেকেই কেন্দ্রে উপস্থিত ভোটারদের মধ্যে উদ্দীপনা লক্ষ করা গেছে। 

শেরপুর-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী কৃষিমন্ত্রী নকলার বানেশ্বর্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে সকাল ৯টা ৫ মিনিটে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষের মতোই তার নিজের ভোট প্রদান করেছেন। 

এ সময় তিনি বলেন, সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কেউ যদি জয়-পরাজয়কে মানতে না পারে সে গণতন্ত্রের শত্রু। 

এর আগে সকাল ৮টায় শেরপুর-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী হুইপ আতিউর রহমান আতিক দক্ষিণ তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোট দেন।

অন্যদিকে হুইপ আতিক জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে বলেন, শেরপুরে যে উন্নয়ন হয়েছে, তাতেই এলাকার মানুষ আবারও ভোট দিয়ে আমাকে পঞ্চমবারের মতো নির্বাচিত করবে। ফল যাই হোক তিনি তা মেনে নেবেন বলে সাংবাদিকদের জানান। 

এদিকে দেশের সর্বকনিষ্ঠ এমপি প্রার্থী শেরপুর সদর-১ আসনের ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. সানসিলা জেবরিন জেলা শহরের শিংকপাড়ার দিশা স্কুল অ্যান্ড প্রিপারেটরি ভোটকেন্দ্রে সকাল ৮টা ২৬ মিনিটে ভোট প্রদান করেন। এ সময় তিনি মামলা-হামলার কারণে সব কেন্দ্রে এজেন্ট দিতে পারেনি বলে সাংবাদিকদের অভিযোগ করেন। 

শেরপুর ৩টি আসনে নিরাপত্তা রক্ষার দায়িত্বে ৪৫০ সেনা সদস্য, ১২৬ বিজিবি, র্যাবসহ ৫০ জনের টিম রয়েছে। এ ছাড়া প্রতি কেন্দ্রে ১২ আনসার, পুলিশ সদস্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৭টি ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৬টি ভ্রাম্যমাণ আদালত রয়েছে।

নকলা মতিয়া নির্বাচন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম